Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শুধু কালো কোট পরলেই আইনজীবী হওয়া যায় না

নরসিংদীতে শিল্পমন্ত্রী

স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, শুধু কালো কোট পরলেই আইনজীবী হওয়া যায় না। আইনজীবী হতে হলে আইনের ওপর বেশি বেশি পড়াশোনা করতে হবে। বেশি বেশি আইন জানতে হবে। আইন শাস্ত্রে পান্ডিত্য অর্জন করতে হবে। সিনিয়র আইনজীবীদের নিকট থেকে প্রায়োগিক কৌশল রপ্ত করতে হবে। নিয়মিত আদালতে আসা যাওয়া করতে হবে। ধৈর্য সহকারে মক্কেলদের বক্তব্য শুনতে হবে। নিজেদেরকে আদর্শবান আইনজীবী হিসেবে গড়ে তুলতে হবে সততা ও নিষ্ঠার সাথে পেশাগত দায়িত্ব পালন করতে হবে। আইন পেশা একটি সম্মানজনক ও সেবামূলক পেশা। যেকোনো মূল্যে এই ভাষার মর্যাদা রক্ষা করতে হবে।

তিনি গতকাল রোববার সকালে নরসিংদী জেলা আইনজীবী সমিতি কার্যালয়ে অ্যাডভোকেট এমএ মজিদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান নাজির আরমানের সভাপতিত্বে এবং সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন নরসিংদী জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ফজলুর রহমান, জিপি অ্যাডভোকেট তারেক মোহাম্মদ লুৎফর রহমান, সাবেক পিপি অ্যাডভোকেট আবদুল হান্নান ভূঁইয়া প্রমূখ। বক্তৃতা শেষে শিল্পমন্ত্রী নির্মিতব্য ভবনের নাম ফলক উন্মোচন এবং ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ