Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

আদালত থেকে নথি চুরি

৩ জনের বিরুদ্ধে মামলা

রাজবাড়ী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

রাজবাড়ীর আদালত থেকে একটি মাদক মামলার নথি চুরির ঘটনায় এক আইনজীবীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। গত শুক্রবার অপরাহ্নে রাজবাড়ীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের পেশকার ওয়াদুদ খান বাদী হয়ে আইনশৃঙ্খলা বিঘœকারী অপরাধ দ্রæত বিচার আইনে রাজবাড়ী থানায় এ মামলা দায়ের করে। মামলায় অভিযুক্তরা হলো রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সদস্য অ্যাড. সুদীপ্ত গুহ আশীস, আইনজীবী সহকারী লক্ষণ রায় ও শিক্ষানবীশ মহরার মাসুদুর রহমান। মামলার অভিযোগে জানা যায়, গত ২৫ অক্টোবর দুপুর সাড়ে ১২ টার সময় অ্যাড. সুদীপ্ত গুহ অতিরিক্ত জেলা জজ আদালতে বিচারাধীন একটি মাদক মামলার নথি দেখতে চান। এ সময় পেশকারের নির্দেশে ওই আদালতের কর্তব্যরত পিয়ন লিটন তাকে নথি দেন। নথি দেখার এক ফাঁকে পেশকার ও পিয়নের চোখ ফাঁকি দিয়ে নথি নিয়ে রওয়ানা হন। পিয়ন লিটন তার পিছু নিলে আইনজীবী সহকারী তার গতিরোধ করে এবং ওই আইনজীবী তাকে ভয়ভীতি দেখিয়ে নথি নিয়ে চলে যান।
রাজবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম জানান, মামলার নথি চুরির ঘটনায় মামলা রুজু করা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন, মামলার নথি উদ্ধারসহ অভিযুক্তদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে। রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সম্পাদক অ্যাড. আনিছুর রহমান জানান, আদালতের পত্র পেয়ে আগামী ৪ নভেম্বর জেলা বারের সাধারণ সভা আহবান করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ