Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পটিয়ায় মিলাদুন্নবী (সা.)’র জুলুছ

পটিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

পটিয়ায় আমির ভান্ডার কমপ্লেক্সের উদ্যোগে ঐতিহাসিক ১২ রবিউল আউয়াল বিশাল জুলুছ পটিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আমির ভান্ডার দরবার শরীফের শাহী ময়দানে আয়োজিত ঈদে মিলাদুন্নবী (সা.)-এ সভাপতিত্ব করেন কমপ্লেক্সে সভাপতি পীরে তরিকত্ব ফরিদুল আবছার শাহ আমিরী, প্রধান অতিথি ছিলেন মেয়র অধ্যাপক হারুনুর রশীদ, বক্তব্য রাখেন পীরে তরিকত্ব শাহসূফি মামুন রশীদ শাহ আমিরী, আইয়ুব বাবুল, আ.ম.ম. টিপু সুলতান চৌধুরী, সরওয়ার হায়দার, আমির হোসেন ম্যানেজার, মো. নাছির উদ্দিন, আলমগীর আলম, এমএনএ নাছির, সাংবাদিক এসএমএকে জাহাংগীর, নুরুল ইসলাম, দরবারের সাজ্জাদানশীনদের মধ্যে ছিলেন শাহ সূফি কুতুব উদ্দিন শাহ আমিরী, শাহসূফি করিমুল মোস্তফা আমিরী, শাহ সূফি পেয়ারুল মোস্তফা শাহ আমিরী, শাহ সূফি তৌহিদ শাহ আমিরী, শাহসূফি ফখরুদ্দিন শাহ আমিরী, শাহসূফি মেহেরাজুল আলম শাহ আমিরী, শাহসূফি খায়রুল মোস্তফা আমিরী, শাহসূফি বদরুদ্দোজা আমিরী, শাহসূফি খলিলুজ্জমান আমিরী, আসাদুজ্জমান আমিরী তানিম প্রমুখ। এতে ফ্রান্সে রাসুলের ব্যঙ্গচিত্র প্রদর্শন করায় সারা বিস্বে তাদের পন্য বর্জনের ডাক দিয়ে বলা হয়, হজরত মুহাম্মদ (সা.) বিশ্ব মানবতা ও অসা¤প্রদায়িক চেতনার মূর্তপ্রতিক। তার ব্যঙ্গচিত্র প্রদর্শন করে নবী প্রেমিকদের অন্তরে আঘাত হেনেছে।
পরে আখেরি মোনাজাতে দেশ জাতি, মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি, করোনা থেকে বিশ্ববাসীকে মুক্ত করার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ