রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পর্যটন কেন্দ্র কুয়াকাটায় অবৈধ বিদ্যুৎ সংযোগ লাইনের তার ছিড়ে পানিতে পরে বিদ্যুস্পৃষ্টে লাল মিয়া (১৮) নামে কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে নিহতের মা চানবানু (৫৫) ও ফুফাতো ভাই আলী আকবর (১৩)। গত শনিবার রাত ১০টার দিকে সৈকতের জিরো পয়েন্টে সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লাল মিয়া কুয়াকাটার ফ্রাই ব্যবসায়ী মোস্তফার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, লাল মিয়াসহ তার মা ও ফুফাতো ভাই সী বীচে সৈকতে ফ্রাইয়ের দোকানে কাজ করতে ছিল। রাত ১০টার দিকে জোয়ারের পানি বাড়তে শুরু করলে তাদের ভাসমান দোকান অন্যত্র নেয়ার চেষ্টা চালায়। এ সময় দোকানের সাথে থাকা অবৈধ বিদ্যুৎ সংযোগের তার ছিড়ে পানিতে পড়লে তারা তিন জন বিদ্যুতায়িত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক লাল মিয়াকে মৃত ঘোষণা করে। মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।