Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানবী (সঃ) এর অবমাননার প্রতিবাদে মির্জাগঞ্জে জমিয়াতে হিযবুল্লাহর মানববন্ধন ও প্রতিবাদ

মির্জাগঞ্জ (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০২০, ৫:৩৭ পিএম

ফ্রান্স সরকারের পৃষ্ঠপোষকতায় বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সঃ) এর ব্যঙ্গচিত্র প্রকাশ্যে প্রদর্শন ও ফরাসি প্রেসিডেন্টের বিরুপ মন্তব্যের প্রতিবাদে রবিবার (১ নভেম্বর) বিকাল ৪টায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে মির্জাগঞ্জ উপজেলা জমিয়াতে হিযবুল্লাহ ।
উপজেলার প্রান কেন্দ্র কেন্দ্রীয় জামে মসজিদ (বড় মসজিদ) এর সামনে সংগঠনের সভাপতি আলহাজ্ব নুর খানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী, উপজেলা জমিয়াত হিযবুল্লাহ এর সেক্রেটারি মাওলানা আবু সালেহ মোঃ খাইরুল্লাহ, সহ-সভাপতি মোঃ মোতাহার হোসেন, তালীমে তরীকত স¤পাদক মাওলানা শামসের আলী খান, উপজেলা যুব হিযবুল্লাহ এর সেক্রেটারি মাওলানা ওবায়দুল হক, ছাত্র হিযবুল্লাহ এর সভাপতি মোঃ মোহেবুল্লাহ প্রমূখ।
এসময়ে বক্তারা বলেন, ফরাসী প্রেসিডেন্ট ম্যাঁক্রো বেয়াদবীর মাসুল দিতে হবে । অভিলম্বে ম্যঁেক্রাকে মুসলমানের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম অন্য ধর্মের প্রতি আঘাত করে না। ফ্রান্সের সকল পণ্য বিশ্ব মুসলিম বর্জন করতে শুরু করেছে। বাংলাদেশকে ও সরকারি ভাবে ফরাসি সকল পন্য বর্জন এবং দেশটির সাথে কুটনৈতিক সম্পর্ক করার আহব্বান দেন। অন্যথায় ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচী গ্রহনের কথাও জানান নেতারা।
জমিয়তে হিযবুল্লাহর এ মানববন্ধন ও প্রতিবাদে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারও মুসুল্লী অংশ গ্রহন করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ