বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলে দেয়া হয়েছে সুন্দরবনের দুয়ার। দীর্ঘ ৭ মাসেরও অধিক সময় ধরে বন্ধ থাকার পর রোববার থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে সুন্দরবন।
আজ সকাল থেকে দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকদের ভিড় জমেছে মোংলার পিকনিক কর্নারে। সেখান থেকেই বিভিন্ন ধরনের নৌযানে করে তারা যাচ্ছেন সুন্দরবন ভ্রমণে।
সুন্দরবনের করমজলে সবচেয়ে বেশি ভিড় দেখা যাচ্ছে। কারণ করমজলই বনের সবচেয়ে কাছাকাছি আকর্ষণীয় পর্যটন স্পট। করমজলে যাওয়া দর্শনার্থীদের করোনা বিধি-নিষেধ মানতে সকল ধরনের সহায়তায় ব্যস্ত হয়ে পড়েছেন বনপ্রহরীরা।
করমজল ছাড়াও পর্যটকরা যাচ্ছেন হাড়বাড়িয়া, হিরণ পয়েন্ট, কটকা, কচিখালী, সুপতি ও দুবলাসহ বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে।
গত ১৯ মার্চ করোনা প্রাদুর্ভাবের কারণে বন্ধ করে দেয়া হয় সুন্দরবনে প্রবেশাধিকার। তবে স্বাস্থ্য বিধি মানাসহ নানা শর্তে আজ থেকে খুলে দেয়া হয়েছে বিশ্বখ্যাত ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন।
করমজল পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির জানান, শর্ত সাপেক্ষে সুন্দরবন খুলে দেয়ার পূর্ব ঘোষণার কারণেই পর্যটকরা ভ্রমণে আসতে শুরু করেছে। সরকার ঘোষিত করোনা বিধিনিষেধ ও শর্ত মেনেই পর্যটকদের বনে ভ্রমণের ব্যবস্থা নেওয়া হচ্ছে বন বিভাগের পক্ষ থেকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।