বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজবাড়ীর আদালত থেকে একটি মাদক মামলার নথি চুরির ঘটনায় এক আইনজীবীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। শুক্রবার অপরাহ্নে রাজবাড়ীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের পেশকার ওয়াদুদ খান বাদী হয়ে আইন-শৃঙ্খলা বিঘœকারী অপরাধ দ্রুত বিচার আইনে রাজবাড়ী থানায় এ মামলা দায়ের করে। মামলায় অভিযুক্তরা হল রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সদস্য এ্যাডভোকেট সুদীপ্ত গুহ আশীস, আইনজীবী সহকারী লক্ষণ রায় ও শিক্ষানবীশ মহরার মাসুদুর রহমান।
মামলার অভিযোগে জানাযায়, গত ২৫ অক্টোবর দুপুর সাড়ে ১২ টার সময় এ্যাডভোকেট সুদীপ্ত গুহ অতিরিক্ত জেলা জজ আদালতে বিচারাধীন একটি মাদক মামলার (দায়রা-৫৪৭/১৩) নথি দেখতে চান। এসময় পেশকারের নির্দেশে ওই আদালতের কর্তব্যরত পিয়ন লিটন তাকে নথি দেন। আদালত কক্ষে নথি দেখার এক ফাঁকে পেশকার ও পিয়নের চোখ ফাঁকি দিয়ে নথি নিয়ে রওয়ানা হন। পিয়ন লিটন তার পিছু নিলে আইনজীবী সহকারী তার গতিরোধ করে এবং ওই আইনজীবী তাকে ভয়-ভীতি দেখিয়ে নথি নিয়ে চলে যান। এবিষয়ে রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের নের্তৃবৃন্দ অভিযুক্ত আইনজীবীর সাথে কথা বলে চেষ্টা করে ব্যর্থ হলে আদালত কর্তৃপক্ষ মামলা দায়েরের সিদ্ধান্ত নেয়।
রাজবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম জানান, মামলার নথি চুরির ঘটনায় অভিযোগপ্রাপ্ত হইয়া মামলা রুজু করা হয়েছে। রাজবাড়ী থানার এস.আই শহীদুজ্জামানকে তদন্তভার অর্পণ করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন, মামলার নথি উদ্ধার সহ অভিযুক্তদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।
রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সম্পাদক এ্যাডভোকেট আনিছুর রহমান জানিয়েছেন, আদালতের পত্র পেয়ে আগামী ৪ নভেম্বর জেলা বারের সাধারণ সভা আহবান করা হয়েছে। ওই সভায় অভিযুক্ত আইনজীবীর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।