বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
অক্টোবর মাসের ২১ দিনে দিনাজপুরের হিলি স্থলবন্দরে ৬২ হাজার ৬৩৮ মেট্রিকটন পাথর আমদানি হয়েছে । আর এ থেকে ৩ কোটি ৬৭ লাখ ৯৩ হাজার ৭০০ টাকা রাজস্ব আদায় করেছেন বাংলাদেশ সরকার। বিষয়টি জানিয়েছেন হিলি রাজস্ব কর্মকর্তা।
হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট শেরেকুল মুন্সী বলেন,‘রাজশাহী বিসমিল্লাহ ফ্লাওয়ার মিল আমার এলসির মাধ্যমে ভারত থেকে পাথর নিয়ে থাকে। এ বন্দর দিয়ে ভারত থেকে বোল্ডার ও চিপ জাতের পাথর আমদানি করা হয়। বোল্ডার পাথর ১৪ ডলার ও চিপ পাথর ১৩ ডলারে কেনা হয়েছে। ’ তিনি আরও বলেন, ‘সম্প্রতি এই বন্দর দিয়ে ভারত থেকে পাথর আমদানি বেড়েছে।
হিলি কাস্টমস রাজস্ব কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, গত অক্টোবর মাসের ১ থেকে ২১ তারিখ পর্যন্ত ৬২ হাজার ৬৩৮ মেট্রিকটন পাথর আমদানি করেছেন আমদানিকারকরা। এ থেকে ৩ কোটি ৬৭ লাখ ৯৩ হাজার ৭০০ টাকা রাজস্ব আদায় হয়েছে। তিনি আরও জানান, স্থলবন্দরের রেল ও স্থল পথ দিয়ে ভারত থেকে পাথর আমদানি হচ্ছে এবং পথর আমদানি স্বাভাবিক রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।