বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফ্রান্সের কুলাঙ্গার প্রেসিডেন্ট ম্যাখোঁ মহানবী (সা.) শানে বেয়াদবি করে জালিম হিসেবে পরিচিত হয়েছেন। যারা এই জালিমের বিরুদ্ধে প্রতিবাদ না করে নীরব থাকবে তারাও জালিম হিসেবে গণ্য হবে। প্রধানমন্ত্রীকে অবিলম্বে ফ্রান্সের বিরুদ্ধে অবস্থান নিয়ে জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব পাশ করতে হবে। ফ্রান্সের সকল প্রকার পণ্য বর্জনের মাধ্যমে ঈমানী পরিচয় দিতে হবে।
ফ্রান্সে মহানবী (সা.) এর ব্যঙ্গচিত্র কার্টুন প্রকাশের প্রতিবাদে গতকাল শনিবার বাতিল প্রতিরোধ পরিষদ বাংলাদেশ ও মুসলিম উম্মাহ ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে ঢাকার কেরাণীগঞ্জের রুহিতপুর বাজারে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মধুপুর পীর সাহেব মাওলানা আব্দুল হামিদ এসব বলেন। মুসলিম উম্মাহ ঐক্য পরিষদের সভাপতি আল্লামা মুফতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং ইসলামী যুব আন্দোলনের দপ্তর সম্পাদক হাফেজ মাওলানা জহিরুল ইসলামের পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাতিল প্রতিরোধ পরিষদ বাংলাদেশ সভাপতি হাজী জালাল উদ্দিন বকুল, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, ধর্মশুর মাদরাসার মুহতামীম আলহাজ মাওলানা নুরুল হক হামিদী, মাওলানা সুলতান মহিউদ্দিন, হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, মুফতি আবু রায়হান, মাওলানা বিন ইয়ামিন, মাওলানা আব্দুল রউফ বিক্রমপুরী, মাওলানা নুর আহমেদ জিহাদী, মাওলানা মামুনুর রশীদ, মাওলানা মুফতি ওয়ালী উল্লাহ বিন কুতুব ও হাজী আব্দুল মান্নান। বিক্ষোভ সমাবেশ শেষে রুহিতপুর বাজার ব্রীজ থেকে মিছিল বের হয়ে রামেরকান্দা ইস্পাহানী বিশ্ববিদ্যালয় সংলগ্ন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আলহাজ হযরত মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর মোনাজাত করেন এবং বিক্ষোভ মিছিল সমাপ্ত ঘোষণা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।