Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৬ মাসেও গ্রেফতার হয়নি আসামিরা

শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০২০, ১২:০২ এএম

শ্রীপুরে ৬ মাসেও গ্রেফতার হয়নি হত্যা মামলার আসামিরা। উল্টো বাদীকে মামলা প্রত্যাহারে হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে গতকাল শনিবার দুপুরে ভুক্তভোগী শফিকুল ইসলাম শ্রীপুর প্রেসক্লাবে অভিযোগ দায়ের করেন। জানা যায়, উপজেলার বরমী ইউনিয়নের ভিটিপাড়া গ্রামের তারা মিয়ার ছেলে টমটম চালক শফিকুল ইসলামের ৯ মাসের গর্ভবতী স্ত্রী রোকসানা আক্তারকে গত ১৫ মার্চ বিকেলে একই এলাকার সালামের স্ত্রী নাসিমা (৩০), মৃত সোবহানের ছেলে মো. আতা (৪৫), মইজুদ্দিন (৫০), কন্যা শহর বানু (৪৮) বাড়ির সামনে মারধর করে গুরুতর আহত করে। আহত অবস্থায় রোকসানাকে ময়মনসিংহ মেডিক্যালে অকাল গর্ভপাত ঘটে এবং শিশু বাচ্চা মারা যায়। এ ঘটনায় টমটম চালক শফিকুল ইসলাম বাদী হয়ে শ্রীপুর
থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। শফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, মামলা হওয়ার ৬ মাস পেরিয়ে গেলেও পুলিশ কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি। এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আশিকুর রহমান জানান, গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ