Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানবী (সাঃ)-এর অবমাননার প্রতিবাদে বরিশালে জমিয়াতে হিজবুল্লাহর বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০২০, ৭:০৫ পিএম

মহানবী (সাঃ)-এর অবমাননা সহ ফরাসী প্রেসিডেন্টের বিরূপ মন্তব্যের প্রতিবাদে শণিবার বিকেল বরিশালে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জমিয়াত হিজবুল্লাহ।
নগরীর প্রানকেন্দ্র সদর রোডে টাউন হলের সামনে সংগঠনের বরিশাল বিভাগীয় সভাপতি আলহাজ হজরত মাওলানা মির্জা নুরুর রহমান বেগ ছাহেবের সভাপতিত্বে এ প্রতিবাদ সমাবেশে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন ছারছিনার বড় ছাহেবজাদা হজরত মাওলানা নেসার উদ্দিন আহমদ হোসাইন, ছেছাট ছাহেবজাদা হজরত মাওলানা নেসার উল্লাহ, ছারছিনা আলীয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সরাফত উল্লাহ ও মির্জা ইয়সিন রহমান গালিব সহ বিশিষ্ট ওলামায়ে কেরামগন। বক্তরা অবিলম্বে ফরাসী প্রেসিডেন্টের বক্তব্য প্রত্যাহার সহ ফ্রান্সকে বিশ^বাসির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনারও আহবান জানান। অন্যথায় ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচী গ্রহনের কথাও জানান ওলামায়ে কেবরামগন।
জমিয়াতে হিজবুল্লাহর এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে হাজার-হাজার মুসুল্লী অংশ নেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ