Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাতক্ষীরায় প্রসাধনীর মেয়াদ বৃদ্ধির নকল লেবেল লাগানোর অভিযোগে আটক দুই

প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

সাতক্ষীরা জেলা সংবাদদাতা : মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন প্রসাধনীর গায়ে নতুন করে মেয়াদ বৃদ্ধির নকল লেবেল লাগানোর সময় ডিবি পুলিশের অভিযানে দুই জন আটক হয়েছে। ধৃতদের নাম-আব্দুল্লাহ- আল- মামুন ও আনোয়ার হোসেন সুমন মৃধা। মঙ্গলবার (১৬ আগস্ট) বিকালে সাতক্ষীরা শহরের পশ্চিম ইটাগাছা এলাকার জনৈক বুলবুল এর বাড়ি থেকে তাদেরকে আটক করে পুলিশ।
ডিবি পুলিশের ওসি আব্দুল হাসেমী এ তথ্য নিশ্চিত করে বলেন, ধৃত আব্দুল্লাহ আল মামুন জেলার আশাশুনি উপজেলার হাজরাখালি গ্রামের মৃত মহরম আলী গাজীর ছেলে ও আনোয়ার হোসেন সুমন ভোলা জেলার বোরহান উদ্দীন থানার লক্ষ্মীপুর গ্রামের হানিফ মৃধার ছেলে। এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান অব্যাহত আছে বলে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ