Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতীয় ফিশিং ট্রলার ডুবির ঘটনায় আরও ৩টি মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

মংলা প্রতিনিধি : মংলা সমুদ্র বন্দরের হিরণ পয়েন্ট থেকে ৪০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ভারতীয় ‘এফভি মহা গৌরী’ মাছ ধরা ট্রলারটি উদ্ধার করার পর মঙ্গলবার আরও ৩টি লাশ ট্রলারের মধ্যে থেকে উদ্ধার করা হয়েছে।।রোববার সকালে সাগর থেকে ট্রলারটি উদ্ধার করে ওর মধ্যে তল্লাশির পর এই লাশ খুঁজে পায় কোস্টগার্ড সদস্যরা। এর আগে ৫ জেলের লাশ ও ২ জেলেকে জীবিত উদ্ধার করা হয়। জেলেদের নাম-পরিচয় পাওয়া যায়নি।বাংলাদেশের নিযুক্ত ভারতীয় হাই কমিশনার নিখোঁজ জেলেদের উদ্ধারে সহযোগিতা টাইলে বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড ও ভারতীয় কোস্টগার্ড যৌথভাবে উদ্ধার অভিযান চালায়।
কোস্টগার্ড পশ্চিম জোনের কমান্ডার মেহেদী মাসুদ জানান, ডুবে যাওয়া ভারতীয় ‘এফবি মহা গৌরী’ মাছ ধরা ট্রলারটি উদ্ধার করার পর মঙ্গলবার আরও ৩টি লাশ ট্রলারের মধ্যে পাওয়া যায় । ট্রলারটি বঙ্গোপসাগর থেকে উদ্ধার করার পর ১৭ জনের মধ্যে দুইজনকে জীবিত ও পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়।এর পর ওই ফিশিং ট্রলারটি মংলাতে এনে তল্লাশি করার পর গলিত ৩টি লাশ পাওয়া যায় ।ফিশিং ট্রলার খুলনা জেলার দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে ।
উল্লেখ্য,শনিবার দুপুরে ঝড়ে মংলা সমুদ্রবন্দরের হিরণ পয়েন্ট থেকে ৩০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে এফভি মহা গৌরী ও এফভি প্রসেনজিৎ নামে দুটি ট্রলার ডুবে ১৭ জেলে নিখোঁজ হয় বলে জানা গেছে। এর মধ্যে ৮টি লাশসহ ২ জেলেকে জীবিত উদ্ধার করা হয়। নিখোঁজ থাকা বাকি ৭ জেলেদের উদ্ধার অভিযান চালাচ্ছে বাংলাদেশ নৌ-বাহিনী,কোস্টগার্ড ও ভারতীয় কোস্টগার্ড।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ