Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডোবায় শিশুর লাশ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০২০, ৯:৫১ পিএম

নিখোঁজের দুই দিন পর গতকাল বৃহস্পতিবার নগরীর হালিশহরের এ বøকে পরিত্যক্ত ডোবা থেকে ছয় বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, শিশুটিকে হত্যা করা হয়েছে। মো. মেহেরাজ ইসলাম আরিয়ান ঢাকার নাখালপাড়ার বাসিন্দা ব্যবসায়ী সাইফুল ইসলাম জুয়েলের ছেলে। গত দুইমাস ধরে সাইফুল স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে নিয়ে পাহাড়তলীর শাপলা আবাসিক এলাকায় শ্বশুর মঈনউদ্দিনের বাসায় আছেন। 

পুলিশ জানায়, মঙ্গলবার মেহেরাজের মা মারজান বেগম পাহাড়তলী থানায় সন্তান নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তিনি বলেন, ওইদিন সন্ধ্যায় মারজান কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে যায়। এরপর থেকে তার আর কোনো খোঁজ মিলছে না। গতকাল নির্মাণাধীন ভবনের পানি ও কচুরিপানা জমে থাকা একটি ডোবায় এক শিশুর লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পরিবারের সদস্যরা লাশ শনাক্ত করেন। লাশ পচে ফুলে ওঠায় তার শরীরে কোনো ধরনের আঘাত আছে কি না সেটা বোঝা যাচ্ছে না বলে জানান পুলিশ কর্মকর্তারা।
মেহেরাজের বাবা সাইফুল ইসলাম জুয়েল বলেন, আমার ছেলে এলাকার কিছুই চেনে না। বাসা থেকে একা বের হয়ে এতদূর যাওয়া তার পক্ষে সম্ভব না। নিশ্চয় কেউ তাকে নিয়ে হত্যা করে লাশ ডোবায় ফেলে দিয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, সেটা তদন্ত করে বের করার অনুরোধ জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ