Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেনাপোলে ১১৮০ বোতল ফেনসিডিল উদ্ধার

প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

বেনাপোল অফিস : পুটখালী দৌলতপুর সীমান্ত দিয়ে পাচারের সময় এক হাজার ১৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে ল্যান্স নায়েক নুরুল ইসলাম ফোর্স নিয়ে দৌলতপুর আমবাগানে অভিযান চালান।
এ সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ১০টি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তাগুলো উদ্ধার করে ভেতর থেকে এক হাজার ১৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এগুলোর বাজার মূল্য প্রায় পাঁচ লাখ টাকা।
চোরাকারবারিরা দৌলতপুর আমবাগান এলাকা দিয়ে মালামাল পাচার করবে এমন গোপন সংবাদের ভিত্তিতে ল্যান্স নায়েক নুরুল ইসলামের নেতৃত্বে একদল বিজিবি সদস্য পাঠানো হয়। ভোর সাড়ে ৪টার দিকে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করেন।
উদ্ধারকৃত মাদকদ্রব্য খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নে জমা দেওয়া হবে বলে জানিয়েছে বিজিবি সূত্র।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ