Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষার ফি সর্বোচ্চ ৩০০০ টাকা

নির্ধারিত ১০ প্রতিষ্ঠানকে ৯ শর্ত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০২০, ১২:০২ এএম

বেসরকারি হাসপাতালে বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষার ফি সর্বোচ্চ ৩ হাজার টাকা নির্ধারণ করে দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। গতকাল অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মো. ফরিদ হোসেন মিঞা স্বাক্ষরিত এক স্বারকে এই নির্দেশনাসহ ৯টি শর্ত প্রদান করা হয়েছে।

সেখানে বলা হয়েছে, বিদেশগমনেচ্ছু যাত্রীদের করোনামুক্ত সনদ প্রদানের ক্ষেত্রে দশটি প্রতিষ্ঠান নির্ধারণ করা হয়েছে। ওই দশটি প্রতিষ্ঠানের মালিকপক্ষের সঙ্গে এ পর্যন্ত দু’বার আলোচনা করা হয়েছে। নিম্নোক্ত ৯টি শর্তে তাদের করোনামুক্ত সনদ প্রদানে অনুমতি প্রদান করা হয়েছে।

শর্তগুলো হলো- বিদেশগামী যাত্রীদের আরটি-পিসিআর পরীক্ষা করতে সর্বোচ্চ ৩ হাজার টাকা নেয়া যাবে। বিদেশে বাংলাদেশিদের সুনাম অক্ষুন্ন রাখার স্বার্থে কোভিড-১৯ নমুনা সংগ্রহ, পরীক্ষা এবং সঠিক রিপোর্ট প্রদান করতে হবে। বিদেশগামী যাত্রীদের রিপোর্ট যেন ইমিগ্রেশন কর্তৃপক্ষ ওয়েবসাইটে দেখতে পায় সে জন্য সঠিক সময়ে তথ্য অভিজ্ঞ ডাটা অ্যান্ট্রি অপারেটরদের মাধ্যমে স্বাস্থ্য অধিদফতরের ডিএইচআইএস২ সফটওয়্যারে অ্যান্ট্রি দিতে হবে। বিদেশগামী যাত্রীদের পাসপোর্ট ও টিকেটের ফটোকপি যাচাই করে বিমান ছাড়ার সময়ের ৭২ ঘণ্টার মধ্যে নমুনা সংগ্রহ করতে হবে, বিমান ছাড়ার কমপক্ষে ২৪ ঘণ্টা পূর্বে রিপোর্ট প্রদান করতে হবে এবং কোনক্রমেই ৭২ ঘণ্টার আগে নমুনা নেয়া ও পরীক্ষা করা যাবে না।

বিদেশগামী যাত্রীদের নমুনা সংগ্রহের জন্য যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে ল্যাব প্রাঙ্গনে আলাদা নমুনা সংগ্রহ বুথ স্থাপন করতে হবে। অনুমতি প্রাপ্ত ল্যাবগুলোকে আইইডিসিআর’র কোয়ালিটি কন্ট্রোল যাচাইয়ের নিয়ম অনুসরণ করতে হবে এবং স্বাস্থ্য অধিদফতরের পরিদর্শন দল থেকে মানোত্তীর্ণ হতে হবে। বিদেশগামী যাত্রীদের সহায়তা করতে একটি হট লাইন নম্বর চালু করতে হবে, যা ২৪ ঘণ্টা খোলা রাখতে হবে। আরটি-পিসিআর পরীক্ষার রিপোর্টে কোন ভুল হলে তার জন্য সংশ্লিষ্ট ল্যাব কর্তৃপক্ষ দায়ী থাকবে। এসব শর্তের কোন ব্যাত্যয় হলে স্বাস্থ্য অধিদফতর ল্যাবসমূহের করোনা পরীক্ষার অনুমোদন বাতিল করতে পারবে।



 

Show all comments
  • Jack Ali ২৯ অক্টোবর, ২০২০, ১১:৩৩ এএম says : 0
    Government did a very bad thing, majority of us is poor how come He said the Hospital will charge to test corona virus 3000TK. This is clear oppression on us.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ