বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জামালপুরের সরিষাবাড়ীতে আন্তঃজেলা সংঘবদ্ধ অটোবাইক ছিনতাই চক্রের মোশারফ মিয়া (১৮) নামে এক সদস্যকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার পৌর এলাকার সাতপোয়া শহর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন থেকে তাকে আটক করে পুলিশ।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায, মাদারগঞ্জ উপজেলার চর লোটাবর এলাকার আব্দুল রাজ্জাক মন্ডলের ছেলে মো. মোশারফ মিয়া। আটক মোশারফসহ পাঁচ ছিনতাইকারী
সাতপোয়া উদয়ন মোড় এলাকায় যাবার কথা বলে পৌর এলাকার রানী দি মনি পাইলট মডেল স্কুল সংলগ্ন মেইন সড়ক থেকে একটি অটোবাইক ভাড়া করে। পথে মধ্যে সাবেক মন্জু এমপি বাড়ীর সামনে ফাঁকা জায়গায় অটোবাইক ডাইভার রাশেদ মিয়াকে গাড়ী থামাতে বলে। এসময় সংঘবদ্ধ ছিনতাই কারীরা ডাইভারকে গলায় ছুরি ধরে অটোবাইক ছিনতাই করার চেষ্টা করে। এসময় ডাইভার ডাক-চিৎকার করলে স্থানীয়রা তাদের ধাওয়া করে এক জনকে আটক করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে ছিনতাই কারীকে স্থানীয়রা পুলিশে সোপর্দ করে।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু মো. ফজলুল করীম জানান, সংঘবদ্ধ ছিনতাই চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। বাকীদের ধরতে পুলিশের অভিযান অব্যহত রযেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।