Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গলাচিপায় ইপিজেড দাবিতে মানববন্ধন

গলাচিপা (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০২০, ১২:০১ এএম

পটুয়াখালীর গলাচিপায় উপচেলায় বেপজার অধীনস্থ রফতানি প্রক্রিয়াজাত অঞ্চল হিসেবে আমখোলা ইউনিয়নের বাঁশবুনিয়া মৌজাকে নির্বাচন করার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
গত সোমবার বেলা ১১টায় উপজেলা আমখোলা ইউনিয়নের মুদির হাটবাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি দেলোয়ার হোসেন হাওলাদারের নের্তৃত্বে উপস্থিত ছিলেন ইউনিয়ন আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নোমানুর রহমান নান্নু। ইউনিয়ন আ.লীগ নেতা মনু বেপারীসহ ইউনিয়ন সকল স্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। দেলোয়ার হোসেন হাওলাদার বলেন, বেপজার অধীনস্থ রফতানি প্রক্রিয়াজাতকরণের সরকারিভাবে গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের বাঁশবুনিয়া মৌজায় ৪০০ একর সম্পত্তির মধ্যে ৮২ একর সরকারি এনিমি জমি থাকায় এখানে রফতানি প্রক্রিয়াজাত অঞ্চল গড়ে ওঠলে এখানের ব্যাপক উন্নয়ন হবে।
সাধারণ মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে বলে মানববন্ধনে বক্তারা বলেন। নোমানুর রহমান নান্নু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমখোলাবাসীর প্রাণের দাবি বেপজার অধীনস্থ রফতানি প্রক্রিয়াজাত অঞ্চল হিসেবে আমখোলা ইউনিয়নের বাঁশবুনিয়া মৌজাকে নির্বাচন করা হোক। তা হলে এ অঞ্চলের জনমানুষের উন্নয়ন হবে এবং আমরা সকলেই উপকৃত হব। পরে বাদুরাহাট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে একই দাবিতে আরেকটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ