Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরুড়ায় সেইপের অবহিতকরণ কর্মশালা

বরুড়া (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০২০, ১২:০১ এএম

‘সরকারি খরচে সেইপ এর প্রশিক্ষণ নিবো, দেশ বিদেশে কাজ পাবো’ এই প্রতিপাদ্যটিকে সামনে কুমিল্লার বরুড়া উপজেলায় সেইপের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার প্রশাসনের ব্যবস্থাপনায় স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেইপ) সামাজিক প্রচারাভিযানকে কেন্দ্র করে উপজেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব ফারহিনা আহমেদ। উপজেলা নির্বাহী অফিসার মো. আনিসুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ এন এম মঈনুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার শিখা প্রমুখ। বক্তারা বলেন, ৮ম শ্রেণি পাস শিক্ষার্থীদেরকে বিভিন্ন কর্মমুখী শিক্ষায় দক্ষতার জন্য প্রশিক্ষণ সেন্টার খোলা হয়েছে সরকারি খরচে। যেমন- দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের ক্ষেত্রসমূহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, মোটর ড্রাইভিং ও রক্ষণাবেক্ষন, তৈরি পোশাক ও টেক্সটাইল, লাইট ইঞ্জিনিয়ারিং, চামড়া ও পাদুকা, জাহাজ নির্মাণ, অ্যাগ্রো প্রসেসিং, কেয়ার গিভিং, পর্যটন, নির্মাণ ইত্যাদি। বক্তারা আরও বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে বিশেষ বৃত্তি প্রদান ও নারীদের জন্য কমপক্ষে ৩০% প্রশিক্ষণের সুযোগ সংরক্ষিত আছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ