বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শেরপুরের শ্রীবরদী উপজেলাতে আওয়ামী লীগ নেতার পরিবারের নির্যাতনে আহত শিশু গৃহকর্মী সাদিয়া পারভীনের ফেলির (১০) মৃত্যুর ঘটনাটি হত্যা মামলা হিসেবে রূপান্তর করা হয়েছে। শ্রীবরদীর আমলি আদালতের বিচারক মহসিনা হোসেন আজ মঙ্গলবার দুপুরে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আগের দায়ের করা মামলার নথিতে এটিকে হত্যাকাণ্ড হিসেবে নথিভুক্ত করেন।
শ্রীবরদী থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা সাইফুল ইসলাম এ আবেদন করেন। আদালত পুলিশ পরিদর্শক খন্দকার শহীদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিবের স্ত্রী রুমানা জামান ঝুমুর অন্যদের সহায়তায় শারীরিক নির্যাতনের ফলে গুরুতর আহত ফেলি ২৭দিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত শুক্রবার মারা যায়। ফেলি শ্রীবরদী পৌর শহরের মুন্সিপাড়া এলাকার ট্রলিচালক সাইফুল ইসলামের মেয়ে। ফেলিকে শারীরিক নির্যাতনের ঘটনায় তাঁর বাবা সাইফুল বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রুমানা জামানকে আসামি করে গত ২৬ সেপ্টেম্বর শ্রীবরদী থানায় মামলা করেছিলেন। ওই মামলায় গ্রেপ্তার রুমানা বর্তমানে জেলহাজতে আটক রয়েছেন।
সাইফুল বলেন, প্রায় এক বছর আগে শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব ও তাঁর স্ত্রী রুমানা জামান ফেলিকে গৃহকর্মী হিসেবে তাঁদের বাসায় নিয়ে যান। রুমানা প্রায় সময় কাজকর্মে ভুলভ্রান্তির জন্য ফেলিকে শারীরিকভাবে নির্যাতন করতেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।