বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফরিদপুরে জেলা বিএনপি’র কমিটি নিয়ে আসতে পারে চমক। প্রায় এক বছরের বেশী সময় ধরে ফরিদপুর জেলা বিএনপি’র কমিটি ভেঙ্গে দেওয়া হয়েছে। নতুন কমিটি করার জন্য তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় বিএনপি’র নেতাকে জেলা বিএনপি’র কমিটি করার দায়িত্ব দেওয়া হয়েছে। এরা হলেন শামা ওবায়েদ, খন্দকার মাশুকুর রহমান মাশুক ও সেলিমুজ্জামানকে। ফরিদপুর জেলা বিএনপি’র সভাপতি পদে আলোচনার তালিকায় রয়েছেন তৃণমূল ও ছাত্র সংগঠন থেকে উঠে আসা ও দীর্ঘদিন সাধারণ সম্পাদক পদে থাকা এ্যাডঃ সৈয়দ মোদাররেছ আলী ইছা ও তৃণমূল থেকে উঠে আসা কেন্দ্রীয় যুব দলের ফরিদপুর বিভাগীয় সহ-সভাপতি মাহাবুবুল হাসান পিংকু। এছাড়াও এ নতুন কমিটিতে এক ঝাঁক নির্যাতিত ত্যাগী নেতা-কর্মীরা থাকবেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। আলোচনা রয়েছে নতুন কমিটিতে চমক আসতে পারে।
বিঃ দ্র ঃ ২০১৯ সালের ৫ই সেপ্টেম্বর কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী এর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ফরিদপুর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং ৯০ দিনের মধ্যে নতুন কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় কমিটিতে পাঠানোর নির্দেশ প্রদান করেন কিন্তু দীর্ঘ ১ বছর অতিবাহিত হয়ে যাবার পরেও এখন পর্যন্ত কমিটি গঠন করতে পারেনি দায়িত্ব প্রাপ্ত কেন্দ্রীয় তিন নেতা ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।