Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরিশালে ওয়াজ মাহফিল শুরু কাল

বরিশাল ব্যুরো : | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০২০, ১২:১৯ এএম

পবিত্র সিরাতুন নবী (সা.) উপলক্ষে বরিশালের ঐতিহ্যবাহী চকবাজার জামে এবাদুল্লাহ মসজিদে তিন দিনব্যাপী ওয়াজ মাহফিল শুরু হচ্ছে আজ বাদ আছর। বরিশালের মুরুব্বি স্টিমার ঘাট জামে মসজিদের খতিব আলহাজ হজরত মাওলানা শরফ উদ্দিন বেগের সভাপতিত্বে প্রথম দিনে ঢাকার দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসার মুহাদ্দেস আলহাজ মাওলানা ওসমান গনি সালেহী ওয়াজ করবেন। এছাড়াও ছারছীনা দারুচ্ছুন্নাত আলিয়া মাদরাসার মোহাদ্দেস মাওলানা মুহিব্বুল্লাহ আল-মাহমুদ ওয়াজ করবেন। দ্বিতীয় দিনে কুমিল্লার মাওলানা মুফতি মুহিব্বল্লাহ আল-মুঈন ওয়াজ করবেন। এছাড়াও বরিশালের সাগরদী আলিয়া মাদরাসার প্রধান মুফতি আলহাজ মুফতি মাওলানা দেলোয়ার হোসেন ও নগরীর পাওয়ার হাউজ মসজিদের খতিব আলহাজ মাওলানা আবদুল গাফফার ওয়াজ নসিহত করবেন। জামে এবাদুল্লাহ মসজিদের খতিব আলহাজ হজরত মাওলানা মির্জা নুরুর রহমান বেগ রাসুলে পাক (সা.)-এর আদর্শ অনুসরণের জন্য মাহফিলে সকল মুমিন মুসলমানকে শরিক হবার দাওয়াত দিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ