রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কেশবপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৭টি চোরাই মোটরভ্যানসহ পৌরসভার
ভোগতি ওয়ার্ড আ.লীগের সভাপতিকে আটক করেছে। কেশবপুর থানার ওসি জসিম উদ্দিন জানান, গতকাল সোমবার দুপুরে গোপন খবরের ভিত্তিতে কেশবপুর থানার ওসি (তদন্ত) অহিদুজ্জামান ও এসআই ফজলে রাব্বিসহ একদল পুলিশ কেশবপুর শহরের হাসপাতাল সড়কের বীজ অফিস মোড়ের হাবিব গ্যারেজ থেকে ৭টি চোরাই মোটরভ্যানসহ গ্যারেজ মালিক ২নং ওয়ার্ড আ.লীগের সভাপতি হাবিবুর রহমানকে আটক করে। সে ভোগতি গ্রামের ইউসুফ সরদারের পুত্র। এ সময় পুলিশ সহযোগী হিসাবে উপজেলার ঝিকরা গ্রামের আমজেদের পুত্র শাহ জাহানকে গ্রেফতার করে।
কেশবপুর পৌর আ.লীগের সাধারণ সম্পাদক কাত্তিক চন্দ্র সাহা জানান, আটক হাবিব গত কমিটির ওয়ার্ড সভাপতি। আমরা দ্রুত নতুন কমিট গঠন করবো।
কেশবপুর থানার ওসি মো. জসিম উদ্দিন আরো জানান, চোরাই মোটরভ্যান উদ্ধারের ঘটনায় থানার মামলা হয়েছে। আটক কৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।