রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ভয়াবহ আগুনে তিনটি বসত ঘরসহ লাখ লাখ টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, ৪নং সালটিয়া ইউনিয়নের কালাইপাড় গ্রামের হাজী বাড়িতে মো. আবদুর রউফ, মো. কামরুল ইসলাম ও মো. ফালু মিয়ার তিনটি বসতঘর গত রোববার দিনগত রাতে অগ্নিকান্ডে সম্পূর্ণ মালামাল ছাই হয়ে যায়। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা যায়।
ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে গফরগাঁও ফায়ার সার্ভিসের লোকজন ও এলাকাবাসী ঘটনাস্থলে পৌছে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। ৪নং সালটিয়া ইউনিয়নের ৭নং ওর্য়াডের সাবেক মেম্মবার মো. মাহাবুবুল হক (জুয়েল মেম্মবার) জানান, বসতঘরে রক্ষিত, ফার্নিচার ও মালামাল পুড়ে গেছে।
গফরগাঁও ফায়ার সার্ভিসের ইনর্চাজ মো. মুশফিকুর রহমান জানান, খবর পাওয়ার সাথে সাথে আমি আমাদের ফোর্স নিয়ে যাই। পরে ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। সরকারি হিসেবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।