Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হলদিয়া-ডাবুয়ার ২০তম জসনে জুলুছ মাহফিল

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০২০, ১২:০১ এএম

রাউজান হলদিয়া-ডাবুয়ার ২০তম জসনে জুলুছ ও ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল করোনা ভাইরাসের কারণে জসনে জুলুছের র‌্যলি বের করা হয় সীমিত আকারে। আহলে সুন্নাত ওয়াল জামাআত হলদিয়া ইউনিয়ন শাখার ব্যানারে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে জুলুছ ও মাহফিলের সভাপতিত্ব করেন পীরে ত্বরিকত আলহাজ আল্লামা সৈয়দ মুহাম্মদ আহছান হাবিব (মুজিআ)। হলদিয়া ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামাআতের সেক্রেটারি সৈয়দ মুহাম্মদ আলী আকবর তৈয়্যবীর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন সংগঠনের জেলা সেক্রেটারি উপাধ্যক্ষ মুফতি জসিম উদ্দিন আলকাদেরী। স্বাগত বক্তব্য রাখেন জুলুছ বাস্তবায়ন কমিটির মহাসচিব ও আ.লীগ নেতা আলহাজ্জ মাহবুবুল আলম। বক্তব্য রাখেন জুলুছ বাস্তবায়ন কমিটির স্থায়ি সদস্য এসএম বাবর, আল্লামা কাজী সাইদুল আলম খাকী, আল্লামা ইদ্রিস আনসারী, মাওলানা মুহাম্মদ আলী সিদ্দিকী, সাংবাদিক মাওলানা এম বেলাল উদ্দিন। কোরআন তেলোয়াত করেন মাওলানা আবদুল মাবুদ, নাত পরিবেশন করেন আল্লামা নুরুল আবছার রযভী। গতকাল বাদ আছর পায়ে হেটে আশেকে রাসুলগণ ব্যানার, ফেস্টুন, কালেমা ও দরুদ রচিত বিভিন্ন পতাকা নিয়ে জুলুছ সহকারে আমিরহাট বাজার ও দোস্ত মুহাম্মদ সড়ক প্রদক্ষিণ শেষে সর্তাব্রিজ সংলগ্ন মুহাম্মদিয়া কমিউনিটি সেন্টার প্রাঙ্গনে জুলুছের সমাপ্তি ঘটে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ