Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমনের বাম্পার ফলনের সম্ভাবনা

গজারিয়ায় কৃষকের মুখে হাসি

গজারিয়া (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০২০, ১২:০১ এএম

চলতি আমন মৌসুমে গজারিয়া উপজেলায় আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। ফলে কৃষকের মুখে হাসি ফুটছে। বাউসিয়ার কৃষক লোকমান হোসেন বলেন, আশ্বিন মাসের ১৫ হতে ৩০ তারিখের মধ্যে ধানের শীষ বের হয়ে গেছে। আগামী ১৫ দিনের মধ্যে ধান কাটা শুরু হবে। উপজেলার সূচক, চরবাউসিয়া, গুয়াগাছিয়া, ভাষারচর, দত্তেরচর, কালিপুর, ইমামপুর, ল²ীপুর, বাগাইকান্দি, ষোলআনী, পৈক্ষারপার, উত্তর শাহপুর, প্রধানেরচর, টেঙ্গারচর, ফুলদী ও ইসমানিচর মৌজাগুলো আমন ধানের জন্য বিখ্যাত। উপজেলা কৃষি স¤প্রসারণ দফতর সূত্রে জানা যায়, এ বছর উপজেলায় দুই হাজার দুইশ’ চল্লিশ হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়। যা গত বছরের চেয়ে ৮৭০ হেক্টর বেশি।
কৃষি কর্মকর্তা তৌফিক আহমেদ নুর বলেন, আর কোন প্রাকৃতিক দুর্যোগ না হলে আশা করা যায় ফলন অনেক ভালো হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ