প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ত্বকের সৌন্দর্য বৃদ্ধির জন্য বিশ্বব্যাপী তারকারা বোটক্স চিকিৎসা নিয়ে থাকে যদিও এই পদ্ধতি বিভিন্ন কারণে বিতর্কিত। বলিউড তারকা কিয়ারা আডবানির বিরুদ্ধে নেটিজেনরা অভিযোগ তুলেছে তিনি এই পদ্ধতি অবলম্বন করেছিলেন। সামাজিক মাধ্যমে তিনি এই বিষয়ে সমালোচিত হতে শুরু করেন। তিনি জানান, একসময় তিনি এই সংক্রান্ত মন্তব্য বøক করার সিদ্ধান্ত নেন। এক অনুষ্ঠানে উপস্থিত হবার পর থেকে গত বছর তিনি কটুকাটব্যের শিকার হন। “প্রথম দিকে আমার মা বিব্রত বোধ করতে শুরু করে, তিনি আমাকে এসব মন্তব্য জানাতেন না। , তিনি জানতেন আমি সেসব পড়ি না, তাই আমি জানতেও পারব না। তবে একসময় তা সংবাদ মাধ্যমে প্রকাশ পায়,” কিয়ারা বলেন। “আমি মনে করতাম ছোট বিষয় নিয়ে মাথা ঘামানো দরকার নেই। এগুলো গুরুত্বপূর্ণ নয়। আমি বলতে চাই সবাই জানুক যা পড়েন তার সব সত্য নয়,” তিনি বলেন। তিনি বলেন : “আমি নিজেকে নিয়মিত সাজাতাম। আমি নিজে চুল গোছাই, মেক-আপ নিই, নিজের স্টাইল নিজে করি। আমি সবসময় আমার কর্মীদের ডাকি এমন নয়, আমি সেদিন খুব ভাল করিনি। আমি বাড়াবাড়ি আইশ্যাডো করেছিলাম, দেখে মনে হচ্ছিল কেউ চোখে ঘুষি মেরেছে। সবাই ধারণা করেছে আমি বোটক্স নিয়েছি। এই একবারে জন্যই আমি প্রথম কটাক্ষের শিকার হয়েছিলাম, যতটা মনে করতে পারি। সেই দিন থেকেই আমি কমেন্টের নোটিফিকেশন বন্ধ করে দিই।” নেহা ধুপিয়ার পডকাস্ট শো ‘নো ফিল্টার নেহা’তে কিয়ারা আরও বলেন : “আমার পরিচালক কি বলল তাই আমার জন্য গুরুত্বপূর্ণ। আর সবার জানা উচিত কোথায় থামা দরকার তা জানা।”
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।