Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১১তম পর্বেই শেষ হবে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০২০, ১২:০১ এএম

আসন্ন ১০ আর ১১ পর্বের পর দীর্ঘ ফ্র্যাঞ্চাইজ ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজের যবনিকা হবে। তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ আর নবম পর্বের পরিচালক জাস্টিন লিন শেষ দুটি পর্ব পরিচালনা করবেন। এ পর্যন্ত সিরিজের আটটি ফিল্ম মুক্তি পেয়েছে। ‘ফাস্ট নাইন’ বা ‘এফনাইন’ ২০২১ সালে মুক্তি পাবে বলে সিদ্ধান্ত হয়েছে। কথা ছিল এই বছরের মে মাসে নবম পর্বটি মুক্তি পাবে কিন্তু করোনা পরিস্থিতির কারণে তা বাতিল করা হয়। নবম পর্বে ভিন ডিজেল, মিশেল রডরিগেজ, জর্ডানা ব্রুস্টার, লুকাস ব্র্যাক, হেলেন মিরেন, শার্লিজ থেরন এবং সুঙ ক্যাঙ ফিরবেন। নতুন যোগ দিচ্ছেন রেসলিং তারকা জন সেনা। তিনি ডিজেল রূপায়িত ডমিনিক টোরেটোর ভাই জ্যাকব টোরেটোর ভূমিকায় অভিনয় করছেন। সিরিজের শেষ অর্থ অবশ্য সিনেমাটিক ইউনিভার্সের শেষ নয়। ডমিনিক টোরেটোর গাড়ি চালনায় পটু তস্কর বন্ধুদের নিয়ে সিরিজের ১১তম পর্ব শেষ হবে। এরপর ‘হবস অ্যান্ড শ’র মত স্পিন-অফ তৈরি হবে চরিত্রগুলো নিয়ে। ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস প্রেজেন্টস : হবস অ্যান্ড শ’ ২০১৯-এ মুক্তি পেয়ে ৭৫৯ মিলিয়ন ডলার আয় করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ