Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফ্রান্সের ধৃষ্টতাপূর্ণ পদক্ষেপের বিরুদ্ধে রুখে দাঁড়ান-প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০২০, ৬:৪২ পিএম

রাসূল (ছাঃ)-এর ব্যঙ্গ কার্টুন প্রদর্শনী অব্যাহত রাখার জন্য সম্প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ কর্তৃক রাষ্ট্রীয় নির্দেশনা জারির চরম ধৃষ্টতাপূর্ণ পদক্ষেপের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল¬াহ আল-গালিব। এক বিবৃতিতে তিনি বলেন, ফ্রান্সের এই পদক্ষেপ চরম অসভ্যতা ও বর্বরতাপূর্ণ, যা কোন মানবীয় বোধস¤পন্ন ব্যক্তি ও সমাজের পক্ষে অসম্ভব। অথচ তথাকথিত গণতন্ত্র ও বাকস্বাধীনতার দাবীদার ফ্রান্স এই নিকৃষ্ট কাজ বারবার করে চলেছে। তিনি বলেন, এই পদক্ষেপ পশ্চিমাদের ইসলাম বিদ্বেষের এক নির্লজ্জ উদাহরণ, যা তাদের কপট সভ্যতার মুখোশ উন্মোচন করে দিয়েছে। তিনি প্রত্যেক মুসলমানকে ঈমানী দায়িত্ব হিসাবে যার যার অবস্থান থেকে এর বিরুদ্ধে প্রতিবাদ জানানোর আহ্বান জানান এবং বাংলাদেশ সরকারসহ ওআইসি ও আন্তর্জাতিক মুসলিম সম্প্রদায়কে নীরবতা ভেঙ্গে অবিলম্বে এই ন্যাক্কারজনক পদক্ষেপের বিরুদ্ধে কঠোর ও কার্যকরী ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানান।



 

Show all comments

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ