বিএনপি নেতা সাজুর তত্ত্বাবধানে বিজয় দিবস র্যালিতে বিপুল নেতাকর্মীর অংশগ্রহন
ঢাকা-১৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দারুসসালাম থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এস
ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী এসএম জাহাঙ্গীরের পক্ষে ধানের শীষ প্রতীকে গণসংযোগ করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। সোমবার (২৬ অক্টোবর) বিকাল ৩ টায় উত্তরা আজমপুর আমির কমপ্লেক্স হতে বিশাল মিছিল সহকারে কাবাব ফ্যাক্টরি মোড় প্রদক্ষিণ করে গণসংযোগ শেষ হয়।
গণসংযোগকালে রাজলক্ষি মার্কেটে লিফলেট বিতরণ শেষে রাস্তার দুধারে লিফলেট বিতরণ করা হয় ও জনগণের মাঝে ধানের শীষের পক্ষে ভোট চাওয়া হয়। দীর্ঘ সময় নির্বাচনী প্রচারণা শেষে আবারো বিশাল মিছিল সহকারে হাউজ বিল্ডিংয়ে বিএনএস টাওয়ারের পাদদেশে নীর্বাচনী পথসভার মাধ্যমে দিনের প্রচারণা শেষ হয়।
উক্ত মিছিল সমাবেশে জিয়াউর রহমান ফাউন্ডেশন নির্বাচন পরিচালনা উপকমিটির আহবায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব ডা. একেএম মাসুদ আখতার জিতুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যরিষ্টার নাসির উদ্দীন আহম্মেদ অসীম।পথসভায় বক্তব্য রাখেন কৃষিবিদ প্রফেসর গোলাম হাফিজ কেনেডি, বিএনপির সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামিম, এডভোকেট মোহাম্মদ আলী, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান, ড্যাব যুগ্ম-মহাসচিব ডাঃ পারভেজ রেজা কাকন, ড. আবুল হাসনাত মোঃ শামিম, ছাত্রদল সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, কৃষিবিদ আনিসুজ্জামান, এম-ট্যাব মহাসচিব বিপ্লবুজ্জামান বিপ্লব, এম-ট্যাব সিনিয়র যুগ্ম-মহাসচিব দবির উদ্দীন তুষার, কৃষিবিদ কামরুজ্জামান জনি, ডাঃ গালিব হোসেন, ডাঃ রাকিবুল ইসলাম আকাশ, ডাঃ লাবিদ রহমান, কৃষিবিদ রাকিবুল ইসলাম, কৃষিবিদ সানোয়ার আলম, প্রফেসর খান মোঃ মনোয়ারুল ইসলাম, ঢাবি ছাত্রদল আহবায়ক রাকিবুল ইসলাম, ডাঃ আসিফ আহম্মেদ খান, ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মারুফ এলাহী রনি, এম-ট্যাব যুগ্ম-মহাসচিব মামুনুর রশিদ মামুন, এম-ট্যাব দপ্তর সম্পাদক আবুল কাশেম আশিক, গাজিপুর জেলা ছাত্রদল সভাপতি মোঃ সম্রাট ভুইয়া, ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সদস্য সচিব সানজিদা ইয়াসমিন তুলি সহ জিয়াউর রহমান ফাউন্ডেশন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্য ব্যরিষ্টার অসীম বলেন, সারাদেশে আওয়ামী লীগের অধপতন ঘটেছে, খোদ উত্তরাতেও ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের বিপরীতে শেখ হাসিনার নির্বাচন করার আহবান জানান এবং করুন পরাজয় হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সকল ভয়ভীতি আওয়ামী অত্যাচার উপেক্ষা করে আগামী ১২ তারিখে সকল ভোটারকে ভোট দেওয়ার আহবান জানান।
সভাপতির বক্তব্য অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন গনতন্ত্রের পক্ষে, দেশের পক্ষে সর্বদা কাজ করে যাচ্ছে। দেশনায়ক তারেক রহমানের নির্দেশে দেশের মহামারী, বন্যা সহ বিভিন্ন দু্যোগ দুর্বিপাকে জনগনের পাশে আছে ও থাকবে। উত্তরা উপনির্বাচনে ধানের শীষের প্রার্থীর পক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রচারণা প্রতিদিন অব্যাহত থাকার ঘোষণা দেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।