পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
কর্পোরেট রিপোর্টার : ফরচুন সু কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও আবেদন ও চাঁদা জমা কার্যক্রম আজ থেকে শুরু হচ্ছে। এ কার্যক্রম চলবে আগামী ২৮ আগস্ট পর্যন্ত। বিনিয়োগকারীরা নিজেদের ব্রোকারেজ হাউস বা মার্চেন্ট ব্যাংকের মাধ্যমে আইপিও আবেদন ও চাঁদা জমা দিতে পারবেন। শতভাগ রফতানিমুখী জুতা শিল্পের কোম্পানিটি আইপিও প্রক্রিয়ায় মোট ২২ কোটি টাকার মূলধন সংগ্রহ করবে। শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটিকে অভিহিত মূল্য ১০ টাকা দরে ২ কোটি ২০ লাখ শেয়ার বিক্রি করার অনুমতি দিয়েছে। বর্তমানে কোম্পানিটির পরিশোধিত মূলধন ৭৫ কোটি টাকা। আইপিওতে ফরচুর সু কোম্পানির এক মার্কেট লটে শেয়ারসংখ্যা ৫০০টি। ফলে একজন বিনিয়োগকারীকে সর্বনিম্ন ৫ হাজার টাকা জমা দিতে হবে। তবে প্রবাসী বাংলাদেশিদের এ জন্য জমা করতে হবে ৬৪ দশমিক ১১ মার্কিন ডলার বা ৪৮ দশমিক ৫৮ পাউন্ড বা ৫৮ দশমিক ৩৬ ইউরো। নিয়ন্ত্রক সংস্থার কাছে দেয়া প্রস্তাব অনুযায়ী কোম্পানিটি উত্তোলিত মূলধনের অর্থ ব্যবসা প্রকল্প উন্নয়নে খরচ করবে। এর মধ্যে ৯ কোটি ২৮ লাখ টাকা খরচ হবে ভবন নির্মাণে, যা আইপিওতে উত্তোলিত অর্থের ৪২ শতাংশ। কারখানার মূলধনী যন্ত্রপাতি ক্রয়ে ব্যয় করবে প্রায় ১১ কোটি টাকা। বাকি অর্থ আইপিও প্রক্রিয়ায় খরচ হবে। কোম্পানিটির দেয়া তথ্য অনুযায়ী ২৯ ফেব্রæয়ারি ২০১৬ সমাপ্ত হিসাব অনুযায়ী শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৩ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য ছিল (এনএভি) ১৩ টাকা ৭৫ পয়সা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।