Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সাতক্ষীরা মেডিক্যাল কলেজে জরুরি বিভাগ চালু

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০২০, ১২:০১ এএম

দীর্ঘদিনের আন্দোলনের পর অবশেষে চালু হলো সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ। গত শনিবার বেলা ১১টায় জরুরি বিভাগের উদ্বোধন করেন, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এ সময় কলেজের অধ্যক্ষ ডা. কাজী হাবিবুর রহমান, হাসপাতালের তত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাফফর রহমানসহ হাসপাতাল পরিচালনা পরিষদের সদস্য ও চিকিৎসক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতাল চালুর দীর্ঘ কয়েক বছর পেরিয়ে গেলেও সিন্ডিকেটের কারণে জরুরি বিভাগ ছিলো না। ফলে জরুরি চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয় সাতক্ষীরার মানুষ। একই সাথে ইন্টারনি চিকিৎসকরা পেশাগতভাবে পিছিয়ে পড়েন। জরুরি বিভাগ চালু নিয়ে ইন্টারনি চিকিৎসকরা কর্মবিরতি পালনসহ নানান ধরণের আন্দোলন শুরু করেন। এরই ফলশ্রুতিতে গতকাল জরুরি বিভাগ চালু হলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ