রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মঠবাড়িয়ার ছোট শৌলা গ্রামে শিশুসহ ৪ জনকে হত্যা চেষ্টা মামলার আসামি জামিনে বের হয়ে বাদীসহ তার পরিবারকে হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। মামালার বাদী আসমা বেগম পরিবারের নিরাপত্তা চেয়ে গত শনিবার রাতে মঠবাড়িয়া থানায় জিডি করেছেন। জানা যায়, উপজেলার ছোট শৌলা গ্রামের দিন মজুর আজমল হোসেন হাওলাদার সাথে একই বাড়ির মৃত সৈইজদ্দিন হাওলাদারের পুত্র তোতাম্বরের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে ১৯ অক্টোবর রাতে আজমলের বড় ভাই জালাল হাওলাদার ও তার মা ফাতেমা মঠবাড়িয়া যাবার পথে ওত পেতে থেকে প্রতিপক্ষ তোতাম্বর, জসিম ও জলিল হাওলাদার দলবল নিয়ে তাদের ওপর হামলা করে। এময়ে তাদের ডাক চিৎকার শুনে আজমল, তার স্ত্রী ফাতেমা ও পুত্র রাব্বি ঘটনা স্থলে ছুটে আসলে তাদের উপরও হামলা চালায়। হামলায় শিশু রাব্বি সহ ৪ জন গুরুতর আহত হয়। এ ঘটনায় আজমলের স্ত্রী আসমা বেগম বাদী হয়ে ৭ জনকে আসামি করে মঠবাড়িয়া থানায় হত্যা চেষ্টা মামলা করেন। ৬ আসামি ২১ অক্টোবর জামিনে বেড়িয়ে এসে বাদীকে মামলা তুলে নেয়ার জন্য প্রাণ নাশের হুমকি দিয়ে আসছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।