Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

পরীক্ষা গ্রহন ও ফল প্রকাশের দাবীতে বরিশালে শিক্ষার্থীদের মানববন্ধন

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০২০, ৭:০৫ পিএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের সম্মান চতুর্থ বর্ষের পরীক্ষা গ্রহন ও ফলাফল প্রকাশের দাবীতে রোববার বরিশালে শিক্ষার্থী নগরীর টাউন হলের সামনে মানববন্ধন করেছে। এসময় অনুষ্ঠিত সমাবেশে শিক্ষার্থীরা বলেন, তাদের ৪র্থ বর্ষের ৫টি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এখনও ৪টি পরীক্ষা বাকি রয়েছে। পরীক্ষা গ্রহন স্থগিত থাকায় এবং ফলাফল না পেয়ে তারা সদ্য বিজ্ঞপ্তি দেওয়া বিভিন্ন চাকুরীর নিয়োগ পরীক্ষায় অংশগ্রহন করতে পারছে না। তারা নিজেদের অভাগা বর্ষের শিক্ষার্থী দাবী করে দ্রুত এ সমস্যার সমাধান দাবি জানান।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বরিশাল বিএম কলেজের রাস্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র তৌহিদুল ইসলাম, হিসাববিজ্ঞান বিভাগের জামাল উদ্দিন, মনিরুল ইসলাম, সরকারী সৈয়দ হাতেম আলী কলেজের শিক্ষার্থী সাথী খানম, বরিশাল সরকারী কলেজের ছাত্রী আসমা আক্তার প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ