Inqilab Logo

শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ থাকতে হবে : মির্জাগঞ্জে এ্যাড. আফজাল

মির্জাগঞ্জ (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০২০, ৫:৫৭ পিএম

মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংঠনিক সাধারণ সম্পাদক এ্যাড. আফজাল হোসেন। বঙ্গবন্ধুর সোনার বাংলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল ধর্ম, বর্ণের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করে আসছে। রবিবার (২৫ অক্টোবর) হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন পূজা মন্ডব ঘুরে উপজেলার পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়ে তিনি এ কথা জানান। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় যে অসম্প্রদায়িক রাষ্ট্র পরিচালনা করছেন তাতে সকল ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করছে। তিনি শান্তিপূর্ণ ভাবে স্বাস্থ্যবিধি মেনে পূজা পালনের আহ্বান জানান। এ সময় তিনি বিভিন্ন মন্দির কমিটির কাছে নগদ অর্থ প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার, জেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি এ্যাড. শাহীন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি শাহানুর হক বেপারী, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান শাহরিয়া, মির্জাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জুয়েল বেপারী, উপজেলা ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা জালাল জোমাদ্দার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব মৃধা প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ