Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

মঠবাড়িয়ায় জামিনপ্রাপ্ত হত্যা চেষ্টা মামলার আসামীদের হুমকিতে নিরাপত্তাহীন বাদীর পরিবার

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০২০, ৪:২৪ পিএম

পিরোজপুরের মঠবাড়িয়ার ছোট শৌলা গ্রামে শিশুসহ ৪ জনকে হত্যা চেষ্টা মামলার আসামী জামিনে বের হয়ে বাদীসহ তার পরিবারকে হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। মামালার বাদী আসমা বেগম পরিবারের নিরাপত্তা চেয়ে শনিবার রাতে মঠবাড়িয়া থানায় একটি সাধারন ডায়রি করেছেন।
মামলা ও স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার ছোট শৌলা গ্রামের দিন মজুর আজমল হোসেন হাওলাদার সাথে একই বাড়ির মৃত সৈইজদ্দিন হাওলাদারের পুত্র তোতাম্বরের দীর্ঘ দিন যাবৎ জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে ১৯ অক্টোবর রাতে আজমলের বড় ভাই জালাল হাওলাদার ও তার মা ফাতেমা মঠবাড়িয়া যাবার পথে ওত পেতে থেকে প্রতিপক্ষ তোতাম্বর, জসিম ও জলিল হাওলাদার দলবল নিয়ে তাদের ওপর হামলা করে। এময়ে তাদের ডাক চিৎকার শুনে আজমল, তার স্ত্রী ফাতেমা ও পুত্র রাব্বি ঘটনা স্থলে ছুটে আসলে তাদের উপরও হামলা চালায়। হামলায় শিশু রাব্বি সহ ৪ জন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদেরকে উদ্ধর করে মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এঘটনায় আজমলের স্ত্রী আসমা বেগম বাদী হয়ে ৭ জনকে আসামী করে মঠবাড়িয়া থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। পুলিশ এজাহার ভুক্ত আসামী জসিমকে গ্রেফতার করে আদালতে সোর্পদ করে। মামলার অন্য ৬ আসামী ২১ অক্টোবর জামিনে বেড়িয়ে এসে বাদীকে মামলা তুলে নেয়ার জন্য প্রাণ নাশের হুমকি দিয়ে আসছে।
তদন্তকারী কর্মকর্তা এস আই আবুল বাসার জানান, বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ