Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাটহাজারীতে ৫লাখ টাকার চিড়াই কাঠ উদ্ধার

হাটহাজারী (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০২০, ৪:০১ পিএম

হাটহাজারীতে ৫লাখ টাকার চিড়াই কাঠ উদ্ধার করেছে বন বিভাগ। চট্টগ্রাম উত্তর বন বিভাগের বন কর্মকর্তার নির্দেশনায় ও হাটহাজারী ষ্টেশন কর্মকর্তার নেতৃত্বে অভিযান চালিয়ে রবিবার(২৫অক্টোবর) ১১মাইল বিদ্যুত পাওয়ার প্ল্যান্টের সামনে থেকে একটি ট্রাক (যার নং- চট্টমেট্রো ট ১১-৯১৩১) এ করে অবৈধভাবে পাচারের সময় চিড়াই কাঠগুলো উদ্ধার করা হয়। যার পরিমাণ প্রায় ৫০০ঘণফুট।
ষ্টেশন কর্মকর্তা সৌমেন বড়ুয়া সত্যতা স্বীকার করে বলেন, সকাল সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরীর নির্দেশনায় গামারি ও আকাশমনি গাছের চিড়াই কাঠগুলো উদ্ধার করি। তবে অভিযানে টের পেয়েই চালক পালিয়ে যায়। আটককৃত ট্রাকটির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। কাঠগুলো পরে নিয়মনুযায়ী নিলাম দেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ