Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফ্রান্সের পত্রিকায় হযরত মুহাম্মদ সা. এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করা প্রতিবাদে মতলবে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানববন্ধন

মতলব উত্তর (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০২০, ৩:৫০ পিএম

ফ্রান্সের রাষ্ট্রীয় অর্থায়নে সংবাদপত্রে হযরত মুহাম্মদ মোস্তফা (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করার প্রতিবাদে চাঁদপুরের মতলব উত্তর আহলে সুন্নাত ওয়াল জামাত এর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) সকালে মতলব উত্তর থানার সামনের রাস্তায় মানববন্ধনে বক্তব্য রাখেন- অধ্যক্ষ হাফেজ রফিকুল ইসলাম, মাওলানা মুফতি মহিউদ্দিন হামিদী, মুফতি আহমদ উল্লাহ, মুফতি আনিসুর রহমান মক্কী, মুফতি শফিকুল ইসলাম, মুফতি শাহ জালাল সিদ্দিকী, মুফতি আমিনুল ইসলাম, অধ্যক্ষ ওয়ালীউল্লাহ সরকার, মাওলানা এইচএম রফিকুল ইসলাম আত্তারী, মাওলানা কামরুল হাসান, মাওলানা আব্দুল খালেক আজহারী, মাওলানা তাওহীদুল ইসলাম উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতৃবৃন্দ।
এর পূর্বে ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামায়াত মতলব উত্তর শাখার উদ্যোগে পবিত্র ঈদ ই মিলাদুন্নাবী (স.) উদযাপন উপলক্ষে ছেংগারচর বাজার নুরিয়া ময়দানে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
ফ্রান্স সরকার রাষ্ট্রীয়ভাবে পুলিশ পাহারায় মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করে বিশ্ব মুসলিমের কলিজায় আঘাত হেনেছে। কারণ মুসলমানরা তাদের নবী মুহাম্মদ (সা.)কে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। নবীজির অবমাননা মুসলমানগণ কিছুতেই বরদাশত করবে না। ফ্রান্স সরকার নবীর বিরুদ্ধে ব্যঙ্গচিত্র প্রকাশের মাধ্যমে বিশ্বমুসলিমকে উস্কে দিয়ে ধর্মযুদ্ধ বাধানোর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। বিভিন্ন ইসলামী নেতৃবৃন্দ এসব কথা বক্তারা বলেছেন।
ফ্রান্সে রাষ্ট্রীয়ভাবে বহুতল ভবনে প্রকাশ্যে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামায়াত মতলব উত্তর উপজেলা শাখা। নেতৃবৃন্দ বলেছেন, ফ্রান্স সরকার রাষ্ট্রীয়ভাবে পুলিশ পাহারায় মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করে বিশ্ব মুসলিমের কলিজায় আঘাত হেনেছে। নবীজির অবমাননা মুসলমানগণ কিছুতেই বরদাশত করবে না। ফ্রান্স সরকার নবীর বিরুদ্ধে ব্যঙ্গচিত্র প্রকাশের মাধ্যমে বিশ্বমুসলিমকে উস্কে দিয়ে ধর্মযুদ্ধ বাধানোর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।
বক্তারা আরো বলেন, ফ্রান্স সরকারকে অবিলম্বে এ ধৃষ্টতাপূর্ণ ব্যঙ্গচিত্র প্রচারনা বন্ধ করতে হবে। অন্যথায় ফ্রান্সের বিরুদ্ধে সারাবিশ্বে প্রতিবাদের দাবানল ছড়িয়ে পরবে এবং নবীপ্রেমিকরা ফ্রান্সের পণ্যবর্জন করতে বাধ্য হবে। তিনি বিশ্বশান্তির দূত হযরত মহানবী (সা.) এর অবমাননা বন্ধে ফ্রান্সের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর জন্য মুসলিম বিশ্বের প্রতি আহবান।



 

Show all comments
  • মোহাম্মদ নাফিস ২৮ অক্টোবর, ২০২০, ৮:৩২ এএম says : 0
    আপনারা কি ঢাকার প্রেস ক্লাবের আন্দোলন টা দেখেন নি আহলে সুন্নত ওয়াল জামাত এর?
    Total Reply(0) Reply
  • মোহাম্মদ নাফিস ২৮ অক্টোবর, ২০২০, ৮:৩৩ এএম says : 0
    আপনারা কি ঢাকার প্রেস ক্লাবের আন্দোলন টা দেখেন নি আহলে সুন্নত ওয়াল জামাত এর?
    Total Reply(0) Reply
  • সৈয়দ মোহাম্মদ নাফিস ৩ নভেম্বর, ২০২০, ২:০৩ পিএম says : 0
    আপনারা বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কতৃক ফ্রান্সের রাষ্ট্রদূত ঘেরাও কর্মসূচি কি দেখেননি? ভৈরবের বিশাল সমাবেশ কি দেখেন নি? চট্টগ্রামে আহলে সুন্নত ওয়াল জামাতের আয়েজনে প্রেস ক্লাব এবং অক্সিজেন চত্বরে মানববন্ধন দেখেন নি? ঢাকায় আহলে সুন্নত ওয়াল খন্ড খন্ড ভাবে অনেক প্রতিবাদ করেছিল তা দেখেন নি? চট্টগ্রামের মিলাদুন্নবীর মিছিলে লক্ষ লক্ষ মানুষ ফ্রান্সের পন্য বয়কটের ডাক দিয়েছিল তা দেখেন নি? সিলেটে আহলে সুন্নত ওয়াল জামাত এর বিক্ষোভ দেখেন নি?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ