Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুন্দরগঞ্জে তিন দিনের ঝড়ো হাওয়ায় আমন ক্ষেতের ব্যাপক ক্ষতি, কৃষকের স্বপ্ন চুরমার

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০২০, ১:৫৯ পিএম

গাইবান্ধার সুন্দরগঞ্জে তিন দিনের ঝড়ো হাওয়ায় আমন ক্ষেতের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। ঝির-ঝিরে বৃষ্টি আর এলোমেলো হাওয়ায় আমন ক্ষেত নূয়ে পড়েছে মাটির সাথে। তিন দফা বন্যার পর ঘুরে দাড়াবার চেষ্টা করলেও মরার উপর খাড়ার ঘাঁয়ের মত চুরমার হয়েছে কৃষকের স্বপ্ন। এতে কৃষকের বেজেছে বারোটা। অনেক কৃষক ব্যাংক, এনজিওসহ বিভিন্ন উৎস থেকে ঋণ নিয়ে চাষাবাদ করেন। কিন্তু ঝড়ো হাওয়ায় সে স্বপ্ন ভেঙ্গে যাওয়ায় হাজার হাজার কৃষক দিশেহারা হয়ে পড়েছেন।
কৃষির জন্য বন্যা ও ঝড়ো হাওয়া একটা বড় প্রতিবন্ধকতা। বার বার ধকলে ফসল হারানো কৃষকদের নীরব কান্না দেখার মত কেউ নেই।
তৃতীয় দফা বন্যা শেষে আমন চাষ করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে কৃষকরা। কিন্তু গত তিন দিনের বৃষ্টি আর ঝড়ো হাওয়ায় আমন ক্ষেত নূয়ে পড়ায় সে স্বপ্ন ভেসে যেতে বসেছে। দফায় দফায় ফসল নষ্ট হওয়ায় ব্যাপক লোকসান গুণতে হচ্ছে কৃষকদের। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, তিন দিনের ঝড়ো হাওয়ায় প্রায় ৫ হাজার হেক্টর জমির আমন ক্ষেত দুমড়ে-মুচড়ে নূয়ে পড়েছে মাটির সাথে।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ রেজা-ই মাহমুদ জানান, ৪ হাজার ৩০০ হেক্টর জমির আমন ক্ষেত নূয়ে পড়েছে। মাঠ পরিদর্শন করে কৃষকদের বিভিন্ন পরামর্শ দিচ্ছেন বলে তিনি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ