Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দলীয় পদ কেনা-বেচার রাজনীতি আ.লীগের নয়,এটা বিএনপির অভ্যাস

কুষ্টিয়ায় হানিফ

কুষ্টিয়া থেকে স্টাফ রির্পোটার : | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০২০, ১২:০০ এএম

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি বলেছেন, দলীয় পদ কেনা-বেচার রাজনীতি আ.লীগ করে না, এটা বিএনপির অভ্যাস। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান যখন রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে দল গঠন করলেন তখন বিভিন্ন দলের নেতাকর্মীদের বেচা-কেনা করেছিলেন।
তিনি বলেন, বিএনপির এখন এতটাই দুর্দশা যে সেই দলের নেতাকর্মীদের সঙ্গে কেউ মেয়ের বিয়ে দিতেও চায় না, তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চায় না। বিএনপির নেতারা এখন চরম হতাশাগ্রস্ত বলেই তারা বিভিন্ন সময় ভুলভাল কথা বলছেন। বিএনপি নেতাদের কর্মকান্ডের কারণে জনগণ তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। গতকাল সকালে রোটারী ক্লাব অব কুষ্টিয়ার পক্ষ থেকে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনা ইউনিটে চারটি আইসিইউ বেড প্রদান অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ সময় কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, জেলা প্রশাসক আসলাম হোসেন, পুলিশ সুপার এস.এম তানভীর আরাফাত, সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম, ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. নুরুন নাহার বেগম, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান ও সাধারণ সম্পাদক আজগর আলী, রোটারী ক্লাব অব কুষ্টিয়ার প্রেসিডেন্ট শামসুনাহার আলো, রোটারীয়ান অজয় সুরেখা, সৈয়দা হাবিবাসহ অন্যান্য সদস্য এবং হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ