বিএনপি নেতা সাজুর তত্ত্বাবধানে বিজয় দিবস র্যালিতে বিপুল নেতাকর্মীর অংশগ্রহন
ঢাকা-১৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দারুসসালাম থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এস
বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পুজা উপলক্ষে ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেছেন। এসময় তিনি সকলকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার নিজের পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান এবং অনুদান প্রদান করেন।
উপস্থিত ভক্ত ও পুজারীদের উদ্দেশ্য বক্তব্য দানকালে জানান, বাংলাদেশের আবহমানকালের ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে দুঃশাসনের অবসান ঘটিয়ে সুখী, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ায় বিএনপির অঙ্গীকারাবদ্ধ।
তিনি বলেন, বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় স্বাধীনতা ও মুল্যবোধ এবং ধর্ম যার যার, রাষ্ট্র সবার নীতিতে বিশ্বাস করে। কিন্তু একটি কুচক্রী মহল হীন রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপি সম্পর্কে বানোয়াট বক্তব্য প্রচার করে বিভ্রান্তি সৃষ্টি করে। তিনি দুর্গা পুজার প্রাক্কালে বোয়ালমারী, বাউফল, গাজীপুরে প্রতীমা ভাংচুরের তীব্র প্রতিবাদ জানান এবং হামলাকারী দোষী ব্যক্তিদের বিচার দাবী করেন। চাঁদাবাজি বন্ধসহ দুর্গাপূজার যথাযথ নিরাপত্তা দাবী করেন বিএনপির এই নেতা।
হালুয়াঘাটে পুজা পরিদর্শনকালে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু হাসনাত বদরুল কবির, বিএনপি নেতা আবদুল আজিজ খান, আবদুস সাত্তার, মোশাররফ হোসেন, আনোয়ার হোসেন, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান আসিফ, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আবদুল গণি এবং ধোবাউড়ায় পুজা পরিদর্শনকালে উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক বাঘবেড় ইউপি চেয়ারম্যান ফরহাদ রাব্বানী সুমন, উপজেলা বিএনপির নেতা আবুল কাশেম ডলার, আমিনুল ইসলাম, সিরাজুল ইসলাম, ওয়াজেদ মাস্টার, মাসুদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।