টুইটার ডাউন: সমস্যায় কোটি ব্যবহারকারী
বিশ্বের অনেক দেশে ‘টুইটার ডাউন’। বৃহস্পতিবার সকালে টুইটার সাপোর্ট সেন্টার টুইট করে এই তথ্য জানিয়েছে।
স্যামসাং গিয়ার এস৩ ক্লাসিক, ফ্রন্টায়ার এবং এক্সপ্লোরার এই তিন ভ্যারিয়েন্টে বাজারে আসবে বলে গুজব উঠেছে। গিয়ার এস৩ এক্সপ্লোরারটি খেলোয়াড়দের লক্ষ্য করে রাগড সংস্করণে বাজারে আসবে। জার্মানীর বার্লিনে ১ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য আইএফএ (বার্লিন রেডিও শো) ২০১৬ সম্মেলনে গিয়ার এস৩ নামের নতুন স্মার্টওয়াচ উন্মোচন করছে স্যামসাং। দক্ষিণ কোরিয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি ইতোমধ্যে সম্মেলন উপলক্ষে সাংবাদিকদের দাওয়াত দেওয়া শুরু করেছে। স্যামসাং গত বছর আইএফএ’তে টাইজেন-ভিত্তিক গিয়ার এস২ এবং গিয়ার এস২ ক্লাসিক স্মার্টওয়াচ উন্মোচন করেছিল। গিয়ার এস৩ নামের নতুন স্মার্টওয়াচটিও একই ডিজাইনে বাজারে আসবে বলে শোনা যাচ্ছে। স্যামসাং গিয়ার এস৩ ক্লাসিক, ফ্রন্টায়ার এবং এক্সপ্লোরার এই তিন ভ্যারিয়েন্টে বাজারে আসবে বলে গুজব উঠেছে। গিয়ার এস৩ এক্সপ্লোরারটি খেলোয়াড়দের লক্ষ্য করে রাগড সংস্করণে বাজারে আসবে। মেমোরি আছে।
য় আইটি ডেস্ক
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।