বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
র্যাবের অভিযানে শুক্রবার বিকেলে ২৯ হাজার ইয়াবা উদ্ধার হয়েছে। চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানাধীন কেরানীহাটে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় আবু বক্কর সিদ্দিক (২০) নামে একজনকে গ্রেফতার করা হয়। সে কক্সবাজার সদর থানার ইসলাম পুরের মৃত ধানু মিয়ার পুত্র।
র্যাব কর্মকর্তারা জানান, ট্রাকে ইয়াবার চালান আসছে এমন খবরে সেখানে একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করা হয়।
এসময় র্যাবের চেকপোস্টের দিকে আসা একটি ট্রাকের গতিবিধি সন্দেহজনক মনে হলে র্যাব সদস্যরা ট্রাকটিকে থামানোর সংকেত দিলে ট্রাকটি র্যাবের চেকপোস্টের সামনে না থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
র্যাব সদস্যরা ধাওয়া করে ট্রাকটি আটক করে এবং আবু বক্কর সিদ্দিককে পাকড়াও করে। পরবর্তীতে তার দেখানো মতে ট্রাকের ড্রাইভারের পেছনের সিটের নিচে সুকৌশলে লুকানো ২৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার কর হয়। ট্রাকটি (ফেনী-ট-১১-০১১৯) জব্দ করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।