Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

আমিনপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা : নিহত ৬

প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

পাবনা জেলা সংবাদদাতা : পাবনার আমিনপুর থানায় একটি বালুবোঝাই মিনি ট্রাক ও একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। আজ সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহতদের মধ্যে থেকে চারজনের পরিচয় জানা গেছে। তারা হলেন সুজানগর উপজেলার কাদোয়া গ্রামের অটোরিকশাচালক আবুল কালাম আজাদ (২৫), সাঁথিয়া উপজেলার বিষ্ণুপুর গ্রামের স্বাধীন দাস (৬০), সুজানগর উপজেলার মানিকহাট গ্রামের মালেক সিকদার (৪৫),বগুড়া জেলার শিবগঞ্জ এলাকার হাসনা বেগম (৬০)।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা জানান, সকালে কাশিনাথপুর ব্রিজের পশ্চিম পাশে আহাম্মদপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা গেছেন। নিহতদের মধ্যে পাঁচজন অটোরিকশার যাত্রী। অপরজন ট্রাকচালকের সহকারী। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর পরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন পাবনার জেলা প্রশাসক রেখা রানী বালো। তিনি নিহতদের প্রত্যেক পরিবারকে দাফনের জন্য ১০ হাজার টাকা সহায়তার ঘোষণা দেন। এ ছাড়া পাবনার সব মহাসড়কে শ্যালো ইঞ্জিনচালিত নছিমন-করিমন-ভুটভুটি ও সবুজ রঙের সিএনজি অটোরিকশা, অটোবাইকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দেন বলেও জানান ওসি।

প্রসঙ্গত, সকালে পাবনার আমিনপুর থানায় একটি বালু বোঝাই মিনি ট্রাক ও একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নারীসহ পাঁচজন নিহত হন। এ ঘটনায় আরও দুজন আহত হন। আহতদের মধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। অপরজনকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ