Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাগলনাইয়া পৌরসভার কাউন্সিলর হুমায়ুনের ইন্তেকাল

ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০২০, ৬:৩৭ পিএম

ছাগলনাইয়া পৌরসভার ৪নং ওয়ার্ড (উত্তর পানুয়া) কাউন্সিলর ও উত্তর পানুয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসার সভাপতি ছলিম উল্যাহ ভূঁঞা হুমায়ুন ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে সাতটায় ঢাকার শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি গত কয়েকদিন ধরে প্রচন্ড শ্বাসকষ্টে ভুগছিলেন। তিনি পৌরসভার উত্তর পানুয়ার আব্দুল হালিম ভূঁইয়ার বড় পুত্র। তিনি স্ত্রী,মাতা, ৫ ভাই ২ বোন, ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্যা আত্মীস্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বিকেল পৌনে ৫ টায় জানাযা শেষে মরহুমের লাশ উত্তর পানুয়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সাংবাদিক এবিএম নিজাম উদ্দিনের সঞ্চালনায় জানাযা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, এনা পরিবহন প্রাঃ লিঃ এর পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী মনির আহাম্মদ খোন্দকার, ছাগলনাইয়া পৌরসভার মেয়র এম মোস্তফা, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন আহমেদ, উত্তর পানুয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা দ্বীন মোহাম্মদ, মরহুমের ছোট ভাই অহিদ উল্যাহ ভূঁঞা মাহফুজ, ছেলে আহনাফ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ