Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রায়হান হত্যার বিচার চেয়ে সিলেটে মানববন্ধন

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০২০, ৬:২৭ পিএম

সিলেট সহ সারাদেশে নারী ও শিশু ধর্ষণ, নির্যাতন এবং রায়হান হত্যার বিচারের দাবিতে বন্ধন সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা’র উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সিলেট নগরীরে। আজ শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে নগরীর কাজলশাহ এলাকায় অনুষ্ঠিত হয় এ মানববন্ধন। বন্ধন সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার সভাপতি সোহেল আহমদ পাপ্পুর সভাপতিত্বে এবং লিটন আহমদ ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক রুমেল আহমদের যৌথ পরিচালনায় মানববন্ধনে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালিক ও সিলেট সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েক।
এসময় আরও উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবী ডা. নজরুল ইসলাম ভুইয়া, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ওয়ারিছ মিয়া, সমাজসেবী আব্দুর রব হাজারী, ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. শামীম আহমদ, দুলাল আহমদ, সালাউদ্দিন বকস সালাই, আলী আহমদ, মুক্তা মিয়া, নাসিরুল ইসলাম, নাসির, অখিল চন্দ্র, সাংবাদিক আব্দুল বাসিত, আলী আহমদ, খোকন মিয়া, বন্ধন সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার উপদেষ্টা আওলাদ হোসেন, সাধারণ সম্পাদক সোহেল আহমদ রাব্বি, সহ-সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমদ, সাবেক সাংগঠনিক সম্পাদক এম এ রায়হান, রাসেল আহমদ, অর্থ সম্পাদক ফাহাদ আহমদ, দপ্তর সম্পাদক এনামুল হক মুন্না, সমাজসেবা সম্পাদক রবিউল ইসলাম রবি, সহ-সম্পাদক সোহাগ আহমদ, আপ্যায়ন সম্পাদক রাহেল আহমদ, হাফিজুল ইসলাম, জুবের আহমদ, সাব্বির আহমদ, আব্দুল মুকিত, আব্দুল্লাহ, রনি, তানভীর, মিঠু, মুহিব, অমিত আহমদ, ইয়ামান, নিশাত, শিহাব ও রাজু। এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন, সাঈদ আহমদ, আব্দুল আহাদ, দুলাল আহমদ, ফারুক আহমদ, ফয়সল আহমদ, বাবলু মিয়া গুলজার আহমদ, এমরান আহমদ, রুমেল আহমদ, আব্দুল হামিদ, নজরুল, সাজু মিয়া, আবির হোসেন রানা, এডভোকেট আরিফ প্রমুখ। মানববন্ধনে বক্তারা ধর্ষণ মামলার আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে সঠিক বিচার প্রতিষ্ঠা করতে প্রশাসনের প্রতি দাবি জানান। একই সঙ্গে পুলিশি নির্যাতনে রায়হান হত্যার মূলহোতা বরখাস্তকৃত এসআই আকবরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ