Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাভারে স্কুলছাত্রীর আত্মহত্যা

প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

সাভার স্টাফ রিপোর্টার : পেটের ব্যথা সইতে না পেরে সাভারে মুন্নি নামের (১৩) এক স্কুলছাত্রী ঘরের আঁড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।

আজ সোমবার সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়ার পানপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।
মুন্নির বাবা সামছুল জানান, কয়েকদিন ধরে তার মেয়ে পেট ব্যথাসহ বিভিন্ন রোগে ভুগছিলো। সকালে ব্যথা সইতে না পেরে ঘরের আঁড়ার সঙ্গে নিজের ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে।

প্রতিবেশীরা বিষয়টি সাভার মডেল থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

নিহত ওই ছাত্রী গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানার আগলাগোছী গ্রামের সামছুল মিয়ার মেয়ে। সে রাজফুলবাড়িয়া এলাকায় মোহাম্মদ আলী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ