Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে দিন দুপুরে ছিনতাই

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০২০, ১২:০২ এএম

নগরীতে দিনের বেলায় প্রকাশ্যে অবসরপ্রাপ্ত এক সরকারি কর্মকর্তার কাছ থেকে দুই লাখ টাকা ছিনতাই হয়েছে। গতকাল বৃহস্পতিবার ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে শান্তিবাগ আবাসিক এলাকার মুখে ওই দম্পতি ছিনতাইয়ের শিকার হন। ছিনতাইয়ের শিকার মো. মাহফুজুর রহমান বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সাবেক উপ-মহাব্যবস্থাপক। তাদের বাসা শান্তিবাগ আবাসিক এলাকার তিন নম্বর সড়কে। মাহফুজুর রহমানের স্ত্রী জান্নাতুল ফেরদৌস জানান, সঞ্চয়পত্রের বিপরীতে জমা করা অর্থ উত্তোলনের জন্য তারা নগরীর আগ্রাবাদে সোনালী ব্যাংকে গিয়েছিলেন। দুই লাখ টাকা তুলে রেখেছিলেন জান্নাতুলের ব্যাগে। শান্তিবাগ আবাসিকের মুখে আসতেই অটোরিকশা আরোহী একদল ছিনতাইকারী তার কাছ থেকে ব্যাগটি ছিনিয়ে নেয়। হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ছিনতাইয়ের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। এখনও লিখিত কোনো অভিযোগ পাইনি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছিনতাই


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ