Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পৃথিবীর কোথাও এত অল্প বাজেটে নাটক নির্মিত হয় না -মেহজাবীন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০২০, ১২:০১ এএম

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী নাটকের কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। ইউটিউবে তার অভিনীতি নাটকগুলোও বেশ দর্শকপ্রিয়তা পাচ্ছে। লাখ লাখ দর্শক তা দেখছেন। এর কারণ হিসেবে তিনি বলেন, বাংলাদেশের নাটক প্রতিদিন উন্নতি করছে। এখন আর বাংলাদেশি নাটকের দর্শক বাংলাদেশের সীমানায় সীমাবদ্ধ নেই। আমরা এখন কোনো লিমিটেড জোনে কাজ করছি না। তবে এটা সত্যি, আমাদের নাটক নির্মাণের ক্ষেত্রে অনেক সীমাবদ্ধতা রয়েছে। বলতে গেলে বাংলাদেশের নাটক কেবল ভালোবাসার ওপর ভর করে নির্মিত হচ্ছে। তা নাহলে, পৃথিবীর কোথাও দুই দিনে একটি নাটকের ২৪ থেকে ৩০টি দৃশ্যের শুটিং সম্ভব নয়। নাটকের বাজেট এত অল্প যে তা কল্পনাও করা যায় না। বিশ্বের সবচেয়ে দক্ষ নির্মাতাকেও যদি আমাদের একটা গল্প দিয়ে নাটক পরিচালনা করতে বলা হয়, তিনি বাজেট শুনে দৌড়ে পালাবেন। এ অবস্থার মধ্যে আমরা যে ভাল ভাল গল্পের নাটক উপহার দিতে পারছি, তা নির্মাতাদের দক্ষতার কারণেই। এদিকে চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে মেহজাবীন বলেন, আমার কাছে ছোট পর্দা বড় পর্দা বলে আলাদা কিছু নেই। পর্দায় থাকাটাই গুরুত্বপূর্ণ। তাই বড় পর্দা নিয়ে আলাদা কোনো ভাবনা নেই। ব্যক্তিগত জীবন সম্পর্কে তিনি বলেন, তিন বছর পর বিয়ে করার পরিকল্পনা রয়েছে। এখন নাটকের কাজ নিয়েই ব্যস্ত থাকতে চাই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাটক


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ