Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বালিয়াকান্দিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

বালিয়াকান্দি (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০২০, ৯:১১ পিএম

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের সমাধিনগর বাজারে মঙ্গলবার দুপুরে আদালতের নির্দেশ ক্রমে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
উপজেলার জঙ্গল ইউনিয়নের সমাধিনগর বাজারে ২.১৯ শতাংশ জমি সাঈদ শেখ, অভিমান্য মন্ডল ও মিঠু শেখের অবৈধ দখলে থাকা ঘর উচ্ছেদ করে লাল নিশান টানিয়ে জমির মালিক গণেশ চন্দ্র মন্ডলকে দখল বুঝে দেওয়া হয়। এ সময় রাজবাড়ী সহকারী জজ আদালতের নাজির শ্যামল কুমার রায়, উকিল কমিশনার এ্যাড. মো. আবুল হোসেন ও থানা পুলিশ উপস্থিত ছিলেন।
রাজবাড়ী সহকারী জজ আদালতের নাজির শ্যামল কুমার রায় জানান, জমির মালিক গণেশ চন্দ্র মন্ডল এর আবেদনের প্রেক্ষিতে আদালতের নির্দেশ ক্রমে সমাধিনগর বাজারে সাঈদ শেখ, অভিমান্য মন্ডল ও মিঠু শেখের অবৈধ দখলে থাকা ২.১৯ শতাংশ জমি অবৈধ দখলমুক্ত করে জমির মালিক গণেশ চন্দ্র মন্ডলকে বুঝে দেওয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ